ওয়ার্ল্ড ইনসাইড

পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি থেকে বের হয়ে গেলেন পুতিন


প্রকাশ: 02/11/2023


Thumbnail

ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এ সংক্রার্ত একটি আইনে স্বাক্ষর করেছেন।

১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি) পাশ হয়। চুক্তিটিতে সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে যুক্তরাষ্ট্র, চীনসহ কিছু প্রধান দেশ এতে সমর্থন দেয়ায় এটি কখনো কার্যকর হয়নি। 

রাশিয়া লাইভ পারমাণবিক পরীক্ষা চালাবে কি না তা জানাতে অপরাগতা প্রকাশ করেছিলেন পুতিন। এরপর গত সপ্তাহে রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়ার তদারকি করেছেন পুতিন। এ মহড়াকে ‘বিশাল’ প্রতিশোধমূলক পারমাণবিক হামলার অনুশীলন ছিল বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

গত মাসে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি বাতিলের বিলটি ফাস্ট-ট্র্যাক প্রক্রিয়ায় রাশিয়ার পার্লামেন্টে ডুমায় পাস করা হয়।এ সময় স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিন বলেছিলেন, চুক্তিটি প্রত্যাহারের পদক্ষেপ পারমাণবিক অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘নিন্দাবাদ’ ও ‘অভব্য মনোভাব’-এর প্রতিক্রিয়া।

২০০০ সালে পুতিন প্রথম প্রেসিডেন্ট হওয়ার ৬ মাস পর রাশিয়ার পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়। পারমাণবিক শক্তিধর ফ্রান্স, ব্রিটেনসহ ১৭৮টি দেশের অনুসমর্থন থাকা চুক্তিটি কখনোই কার্যকর হয়নি। তবে এর প্রতীকী মূল্য রয়েছে।

এর সমর্থকরা বলছেন, এটি পারমাণবিক অস্ত্রের লাইভ পরীক্ষার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক নিয়ম প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, বড় পারমাণবিক শক্তিগুলোর অনুমোদন ছাড়া চুক্তির সম্ভাবনা অবাস্তব থেকে যায়।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭