ওয়ার্ল্ড ইনসাইড

জাবালিয়ায় ইসরায়েলের হামলা ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’: ইউনিসেফ


প্রকাশ: 02/11/2023


Thumbnail

বুধবার রাতে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনী হামলায় ১৯৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া নারী ও শিশু সহ আরও অনেকে আহত হয়েছে।  এ হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। শিশু হত্যা ও বন্দী করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

ইউনিসেফ বলেছে, ইসরায়েলি হামলা শুরু দিন থেকে কত শিশু আহত বা নিহত হয়েছে তা জানা খুব তাড়াতাড়ি জানা যাবে। তবে গত ২৫ দিনে শুধু গাজায় ৩ হাজার ৫০০ এর বেশি শিশু নিহত হয়েছে।

ইউনিসেফের বিবৃতিতে আরও বলা হয়েছে, শিশু হত্যা ও বন্দি করা বন্ধ করতে হবে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭