ইনসাইড গ্রাউন্ড

টস জিতে ব্যাটিংয়ে ডাচরা, সেমির লক্ষ্যে আফগানরা


প্রকাশ: 03/11/2023


Thumbnail

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানদের হারিয়ে দারুণ ফর্মে আছে আফগানিস্তান। সেখানে নবীন নেদারল্যান্ডসকে হারাতে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না। সেই জয়ের লক্ষ্যেই মাঠে নামছে আফগানরা। শুক্রবার (৩ নভেম্বর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানদের ফিল্ডিংয়ে পাঠায় ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ইতিমধ্যে তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। একই লক্ষ্যে আরও একটি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে আফগানরা। শেষ চারের আশা টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে তারা।

 

ডাচদের মুখোমুখি হয়েছে আফগানরা। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানদের। জয়ের সাথে রানরেটও বাড়িয়ে নিতে চাইবে হাসমতউল্লাহ শহিদির দল। তবে ম্যাচ জয়ের দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছে নেদারল্যান্ডসও।

 

বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে আফগানিস্তান। সমান ম্যাচে নেদারল্যান্ডসের জয় ২টিতে।

 

আফগানিস্তান একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী ও নূর আহমদ।

 

নেদারল্যান্ডস একাদশঃ ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক ও অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭