কালার ইনসাইড

৫০ পেরিয়ে ৫১তে প্রিয়দর্শনী খ্যাত মৌসুমী


প্রকাশ: 03/11/2023


Thumbnail

ক্যালেন্ডারের পাতায় আজ ৩ নভেম্বর। প্রিয়দর্শনী খ্যাত নন্দিত চিত্রনায়িকা মৌসুমীর পরিবার ও ভক্তদের কাছে আজ একটি বিশেষ দিন। কারণ আজ (৩ নভেম্বর) জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন। 

ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। দেশীয় চলচ্চিত্র অঙ্গনকে পত্রপল্লব ও পুষ্পে সুশোভিত করতে এ নায়িকার অবদান তুলনা রহিত। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার আগে থেকেই সোশ্যালে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন ভক্ত অনুরাগী ও সহকর্মীরা। প্রতিবারই তার জন্মদিন ঘিরে নানা আয়োজন থাকে। বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তাকে চমকে দেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।

মৌসুমীর জন্মদিনের প্রথম প্রহরে তার জীবনসঙ্গী চিত্রনায়ক ওমর সানি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে তাকে বলতে দেখা যায়, মৌসুমী, শুভ জন্মদিন। খুব মিস করছি তোমায়। আমার মেয়ের পড়াশোনার জন্য সুদূর আমেরিকায় অবস্থান করছো। কিন্তু তুমি কি জানো, আমার মাথার উপর ছাদটা নেই। আমার সন্তানের মা, আমি তোমাকে পেয়ে ধন্য। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। তুমি যেমন তোমার সন্তান ও আমাকে যত্ন করো, তোমার ভক্তদেরও যত্ন করো। অনেক ভালো থাকো। তোমাকে উইশ করার জন্য সমস্ত বাঙালিদের কাছে প্রিয়দর্শনী মৌসুমী তুমি।’

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন, ঠাঁই করে নেন দর্শক হৃদয়ে। এরপর দোলা, অন্তরে অন্তরে, দেনমোহর ও স্নেহ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা লাভ করেন, তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

মৌসুমী তার অভিনীত সিনেমা ‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ এবং ‘দেবদাস’ এর জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়াও বাচসাস পুরস্কার পেয়েছেন ৬ বার, পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার।

দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায়ও নাম লিখিয়েছেন মৌসুমী। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে ‘শূন্য হৃদয়’ নামে একটি টেলিফিল্মও পরিচালনা করেন।

পরিচালনার পর প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন মৌসুমী। ১৯৯৬ সালে ‘গরিবের রানী’ সিনেমা দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান। চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন কপোতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন। একই বছরে প্রতিষ্ঠানটি থেকে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘সুখের ঘরে দুখের আগুন’ ও মনতাজুর রহমান আকবর পরিচালনায় ‘বউয়ের সম্মান’ সিনেমা প্রযোজনা করেন তিনি। এরপর দীর্ঘ অনেক বছর পর প্রযোজনা করেন ‘আমি এতিম হতে চাই’। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন মৌসুমী ও ঋদ্দি টকিজ।

অসহায় মানুষদের সহায়তায় মৌসুমী গড়ে তুলেছেন ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ সেবামূলক প্রতিষ্ঠান। অভিনয়ের বাইরে নিজেকে ব্যস্ত রাখেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। 

১৯৭২ সালের ৩ নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমী। পুরো নাম আরিফা পারভিন মৌসুমী। বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। নব্বইয়ের শুরুর দিকে ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭