ইনসাইড গ্রাউন্ড

ডাচদের হারিয়ে সেমির লড়াইয়ে এগিয়ে গেল আফগানরা


প্রকাশ: 03/11/2023


Thumbnail

খুব বেশি বেগ পেতে হয়নি আফগানদের। বরং, ডাচদের ১৭৯ রানের সংগ্রহটাকে মামুলি হিসেবেই দেখেছেন আর সেভাবে ধরে খেলেই ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছেন তারা। ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এই জয়ের মাধ্যমে তারা পাকিস্তান, অস্ট্রেলিয়াকে সেমির লড়াইয়ে চ্যালেঞ্জ জানিয়ে রাখলো। এখন সামনের ২ ম্যাচে জিততে পারলে রান রেটের হিসেবে তাদের সেমিফাইনালের স্বপ্ন পূরণও হতে পারে।

দলের পক্ষে অধিনায়ক হাসমতউল্লাহ জাহেদি সর্বোচ্চ ৬৪ বলে ৫৬ রান করেন। এছাড়া রহমত শাহ ৫৪ বলে ৫২ রান করেন।

ডাচ বোলার লগান ভ্যান বিক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে ও সাকিব জুলফিকার একটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হন ৯.৩ ওভার বল করে একটি মেডেনসহ ২৮ রানে ৩ উইকেট নেওয়া মোহাম্মদ নবী।

 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বেশ কষ্ট করতে হয়েছিল ডাচদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া কমলা জার্সিরা আফগানদের শক্তিশালী বোলিং লাইনআপের বিপরীতে ৪৬.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৯ রান।  

 

ডাচদের ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল চারজন গুরুত্বপূর্ণ ব্যাটারের রান আউট হওয়া। এছাড়া ডাচদের রানটা আরও বেশিও হতে পারতো।

প্রথমে দলীয় ৩ রানের মাথায় ওয়েজলি ব্যারেজিকে হারিয়ে ধাক্কা খায় ডাচরা। সেখান থেকে দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাক্স ও’দাউড ও কলিন আকারম্যান ৭০ রান যোগ করেন। এরপর আর কোনও জুটি গড়ে ওঠেনি ডাচদের।

৯২ রান থেকে ৯৭ রান করতেই ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে যায় কমলা জার্সিরা।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। তিনি রান আউট হওয়ার আগে ৬টি চারের সাহায্যে ৮৬ বলে ৫৮ রান করেন। এছাড়া ম্যাক্স ও’ডাউদ ৪০ বলে ৪২ রান করেন।

প্রথম পাওয়া প্লেতে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে ৬৬ রান। দ্বিতীয় পাওয়ার প্লেতে ১০১ রান তুলতে হারায় ৭ উইকেট।

রশিদ খান ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকলেও মোহাম্মদ নবী ৯.৩ ওভার বল করে একটি মেডেনসহ ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া নুর আহমেদও ২ উইকেট দখল করেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭