ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানের বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে জঙ্গি হামলা


প্রকাশ: 04/11/2023


Thumbnail

পাকিস্তানের মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে শনিবার সকালে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) সকালে ছয়জন জঙ্গি ভারী অস্ত্র নিয়ে বিমান ঘাঁটিতে এই হামলা চালায়। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগে জানিয়েছে, ৪ নভেম্বর দিনের প্রথম প্রহরে পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাটিতে একটি জঙ্গি হামলা প্রতিরোধ করা হয়েছে। ঘাটিতে প্রবেশ করার আগেই তিন জঙ্গি নিহত হয়েছে। বাকি তিনজনকে কোণঠাসা করা হয়েছে। 

জানা গেছে, জঙ্গিরা মিয়ানওয়ালি বিমান ঘাঁটির দেওয়াল টপকাতে মই ব্যবহার করে এবং ভেতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়।

সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি হামলায় তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি সম্পূর্ণরূপে খালি করতে চিরুনি অভিযান চলছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭