ইনসাইড পলিটিক্স

সতর্ক পাহারায় থাকতে হবে: ওবায়দুল কাদের


প্রকাশ: 04/11/2023


Thumbnail

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের মহাসমাবেশে আগত জনতার উদ্দেশ্যে বলেছেন, সতর্ক পাহারায় থকতে হবে। জাতির স্বার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নেত্রীকে আবার বিজয়ী করতে হবে।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অনেক বড় কথা বলেছিল। আমরা নাকি পালানোর পথ পাবো না। আজ বিএনপি কোথায়? নেতা-নেত্রীরা কোথায়। বিএনপি যে ভূয়া একটি দল তা প্রমাণ হয়েছে। তিনি বলেন, ‘কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?’ বিএনপিকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করলো। প্রথমে অর্ধেক দিবস বলে পরে আবার বলেন পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭