ইনসাইড গ্রাউন্ড

বৃষ্টি আর ফখর হার মানালো নিউজিল্যান্ডকে


প্রকাশ: 04/11/2023


Thumbnail

ডার্কলুইস পদ্ধতির নিয়মানুযায়ী জিতেই গেলে পাকিস্তান। ৪০১ রানের বিশাল সংগ্রহ করেও নিউজিল্যান্ড অবশেষে হেরে গেল বৃষ্টি নিয়মের কাছে। বৃষ্টি না হলে পাকিস্তানকে সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে ৩৫ ওভারে করতে হতো ৪০২ রান। কিন্তু, বৃষ্টির নিয়মে পাকিস্তানের ৯ ওভার কমিয়ে করা হলো ৪১ ওভারে ৩৪২ করতে পারলে জিতে যাবে পাকিস্তান।

২১.৩ ওভারে পাকিস্তান ১ উইকেটে ১৬০ রান তোলার পর এক পশলা বৃষ্টিতে ভিজে গেল মাঠ। এরপর ২৫. ৩ ওভারে আবারও বৃষ্টিতে বন্ধ হলো খেলা।

দ্বিতীয় দফা বৃষ্টিতে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২০০ রান। এখন নতুন লক্ষ্যে পাকিস্তানকে বাকি ১৯.৩ ওভারে আরও ১৮২ রান যোগ করতে হতো। অর্থাৎ, মোট ৩৪২ রান করতে হবে তাদের ৪১ ওভারে।

বাবর ও ফখরের ঝড়ো ব্যাটিংয়ে অবশ্য ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পার স্কোরে ২১ রান এগিয়েই রয়েছে পাকিস্তান। ২৫.৩ ওভারে নিয়মানুযায়ী ১৭৯ রান থাকলেই হতো। সেখানে বাবররা ২১ রানে এগিয়ে আছেন। ফলে আর খেলা শুরু না হলেও বৃষ্টির নিয়মানুযায়ী জিতবে পাকিস্তান। যেহেতু বৃষ্টির কারণে খেলা হলো না তাই রান রেটে এগিয় থাকা পাকিস্তানই জিতে গেল।

দুই অপরাজিত ব্যাটার ফখর জামান ছিলেন ৮১ বলে ১২৬ রানে আর বাবর আজম ছিলেন ৬৩ বলে ৬৬ রানে।

প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন পাকিস্তানের হয়ে দূর্দান্ত খেলা ফখর জামান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭