ওয়ার্ল্ড ইনসাইড

গাজার শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি বোমা হামলা, নিহত ৫১


প্রকাশ: 05/11/2023


Thumbnail

গাজায় একের পর এক শরণার্থী শিবিরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরেয়ায়েলি দখলদার বাহিনী। যেন ফিলিস্তিনের সকল বেসামরিক মানুষদের না হত্যা করা পর্যন্ত তারা থামবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের সর্বশেষ বোমা হামলায় নারী ও শিশুসহ ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার রাতের হামলায় দুটি আবাসিক বাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়।

এদিকে শনিবার (৪ নভেম্বর) হাজার হাজার মানুষ মধ্য ওয়াশিংটন, ডিসিতে জড়ো হয় যুদ্ধবিরতির দাবি নিয়ে। তারা ফ্রিডম স্কয়ারে মিলিত হয়। বেশ কয়েকটি বক্তৃতার পর তারা তারপর হোয়াইট হাউসের দিকে প্রায় ২ কিলোমিটার মিছিল করে।

গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের ওপর চাপ ক্রমশই বাড়ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে ‘মানবিক বিরতি’ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

খবরে বলা হয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে একই ইস্যুতে কাজ করছেন।

তবে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে বাইডেন ডেলাওয়্যারের একটি গির্জা থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে থাম্বআপ দিয়ে ‘হ্যাঁ সূচক’ উত্তর দেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭