ইনসাইড গ্রাউন্ড

`বিশ্বকাপ ফাঁড়া` কাটাতে আর্জেন্টিনার জার্সি বদল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2018


Thumbnail

ইতিহাসে কখনো যা দেখা যায়নি, এবার তাই দেখা যাবে রাশিয়া বিশ্বকাপে। সাধারণত অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে আর্জেন্টিনা নীল রঙের জার্সি পড়ে খেলে থাকে। আর হোম ম্যাচের ক্ষেত্রে আকাশী-সাদা জার্সি। কিন্তু এবার হোম ম্যাচের জার্সি ঠিক থাকলেও, বদলে যাচ্ছে আর্জেন্টিনার অ্যাওয়ে ম্যাচের জার্সি। আগের নীল জার্সির বদলে আর্জেন্টিনা খেলবে কালো রঙের জার্সি পড়ে! জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস সেই ছবি পোস্টও করেছে।

আকাশি সাদা (হোম) জার্সি আর্জেন্টিনার জন্যই সুপ্রসন্ন। মেসিরা যতগুলো ম্যাচে সাদা-আকাশী জার্সি পরে খেলেছেন তার বেশিরভাগ ম্যাচেই জয়ের মুখ দেখেছেন। কিন্তু নীল (অ্যাওয়ে) জার্সি পরে ম্যাচগুলোতে তুলনামূলক হারতে হয়েছে দলটিকে। যার কারণে এ জার্সিকে অনেকেই ‘কুফা’  বা ‘অপয়া’ বলে থাকেন। বিশেষ করে ২০১০ বিশ্বকাপে জার্মানির কাছে এই জার্সি পরেই খেলা কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় আলবিসেলেস্তেরা। আর ২০১৪ বিশ্বকাপে ফাইনালে এই জার্সি পরে খেলেই শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।

আর তাই হয়তো কুফা কাটাতে জার্সির রঙ বদল করল আর্জেন্টিনা। তবে মূল জার্সি থাকবে চীর চেনা আকাশি সাদা।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭