ইনসাইড গ্রাউন্ড

জমজমাট ম্যাচের আশায় টস জিতে ব্যাটিংয়ে ভারত


প্রকাশ: 05/11/2023


Thumbnail

কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটিকে হাইভোল্টেজ বলা যায় এই অর্থে যে, দুই দল এই আসরের সবচেয়ে শক্তিশালী। দুই দলই এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই দুই মহা শক্তির লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দুপুর আড়াইটায় এই ম্যাচ শুরু হচ্ছে।

অনেকেই বলছেন ফাইনালেও এই দুই দলের দেখা হতেও পারে। সেই জায়গা থেকে যেন ফাইনালের আগে আরেক ফাইনাল হতে যাচ্ছে।

 

সাত খেলা থেকে ১৪ পয়েন্ট নিয়ে ভারত এখন পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল স্বাগতিকরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকারও সেমিফাইনাল নিশ্চিত। তবে তারা অপরাজিত নয়। একটা ম্যাচ হারায় সাত ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা।

 

ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

 

দক্ষিণ আফ্রিকা একাদশঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭