ইনসাইড বাংলাদেশ

‘আপনি কি বিএনপির সব জানেন?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন ভারতীয় দূতাবাসের দুই কর্মকর্তা। একাধিক সূত্র বলছে, আজ বুধবার কূটনীতিকদের ব্রিফিং এর আগে ফখরুল আলোচনার বিষয়বস্তু নিয় এই দুই কূটনীতিকের সঙ্গে আলাপ করেন। অন্য একটি সূত্র বলছে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকায় আসছেন। আগামী ২৭ মার্চ বিসমটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা সফর করলেও নির্বচনের আগে এই সফর গুরুত্বপূর্ণ।

একাধিক সূত্র বলছে, অজিত দোভালের আসার আগে, দিল্লী থেকে আসা কূটনীতিক ব্রিফিং এ বলা হয়েছে, বিএনপির সঙ্গে জঙ্গি এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ বাড়ছে। বিশেষ করে, বেগম জিয়া আটক হবার পর এই যোগাযোগ অনেক বেড়েছে। ওই প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, জঙ্গি এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে বাংলাদেশে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। সূত্রগুলো বলছে, এই রিপোর্টের ব্যাপারে ভারতীয় দূতাবাস বিএনপি মহাসচিবকে অবহিত করেন। যদিও মির্জা ফখরুল এরকম অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা প্রশ্ন করেছেন ‘আপনি কি বিএনপির সবকিছু জানেন? আপনি কি জানেন বিএনপির কোন নেতা কার সঙ্গে বৈঠক করছেন?’ মির্জা ফখরুল এর পর আর কথা বাড়ান নি।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭