ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে


প্রকাশ: 05/11/2023


Thumbnail

আজ রবিবার শুরু হলো স্টান্ডার্ড টাইমটেবল অর্থাৎ সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে শনিবার দিবাগত রাতে অর্থাৎ রোববার ভোরে যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। 

প্রতি বছরই এই ‘ডে লাইট স্যাভি্সং টাইম’ কর্মসূচি গ্রহণ করা হয় যুক্তরাষ্ট্রের প্রায় সর্বত্র। এতে যুক্তরাষ্ট্রে দিন শুরু হয় এক ঘণ্টা আগে। নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকায় যখন বেলা ১১টা বাজবে, নিউইয়র্কে তখন হবে রাত ১২টা। এ ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী বছরের ১০ মার্চ রোববার রাত ২টা পর্যন্ত।

আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তবে, মাইক্রোওয়েভ, ওভেন, গাড়ি বা অন্য কোনও ডিভাইসে ঘড়িটি রিওয়াইন্ড করতে হবে।

ডেলাইট সেভিং টাইম প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় গৃহীত হয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭