ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুর-৩ আসনের নতুন সংসদ সদস্য পিংকু


প্রকাশ: 05/11/2023


Thumbnail

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক পিংকু জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) রাত আটটায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।

এদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাকিব হোসেন ৩ হাজার ৮৪৬, জাকের পার্টির গোলাপ ফুল মো: সামছুল করিম ২ হাজার ১২৬ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকে সেলিম মাহমুদ ৫১৩ ভোট পেয়েছেন। তবে দুপুরে দুই প্রার্থী ভোট বর্জন করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক পিংকু জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। এ আসনের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। নির্বাচনে ৩১ দশমিক ৮৫ ভাগ ভোটার অংশ নেয় বলে জানান তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭