ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান


প্রকাশ: 06/11/2023


Thumbnail

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের লোকজন ভয়াবহ মানবেতর জীবনযাপন করছে। খাবার নেই, পানি নেই, নেই কোনো চিকিৎসা সামগ্রী। এমতাবস্থায় জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ জানিয়েছেন, তার দেশের বিমান বাহিনী গাজার একটি হাসপাতালের আঙিনায় আকাশ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে।

গাজায় জর্ডান পরিচালিত হাসপাতালের আঙিনায় বিমান থেকে ওই চিকিৎসা সামগ্রী ফেলা হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাদশাহ আব্দুল্লাহ বলেছেন, গাজায় যারা আহত তাদের কাছে জরুরি চিকিৎসা উপকরণ পৌঁছে দেওয়া তার সামরিক বাহিনীর দায়িত্ব।

এছাড়াও জর্ডানের বাদশাহ বলেছেন, তার দেশ সবসময় ফিলিস্তিনের প্রতি জোরালোভাবেই সমর্থন জানিয়ে যাবে। যদিও আকাশ থেকে চিকিৎসা সামগ্রী ফেলার ব্যাপারে এখনো ইসরায়েল থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭