ইনসাইড বাংলাদেশ

বাসে আগুন দেয়ার সময় ছাত্রদল নেতা আটক


প্রকাশ: 06/11/2023


Thumbnail

রাজধানীর পুরান ঢাকায় বাসে আগুন দেয়ার সময় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেনকে (২৯) হাতেনাতে আটক করেছে বংশাল থানা পুলিশ।

গতকাল রোববার (৫ নভেম্বর) রাত নয়টায় গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে আধা কেজি গান পাউডার, এক বোতল পেট্রোল এবং তুলা উদ্ধার করা হয়।

রোববার রাত ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিক এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন।

ডিসি জাফর হোসেন বলেন, রোববার রাত নয়টায় মিরপুর টু সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করছিল সেই। তখন বিষয়টি টের পেয়ে বাসের চালক ও হেলপার তাৎক্ষণিক তার উপর ঝাপিয়ে পড়ে হাতেনাতে ধরে ফেলে।

তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশের দুটি টিম টহলরত অবস্থায় ছিল। এ-সময় বাসের চালক হেলপারের সহযোগিতায় আমাদের পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। আমরা অধিকতর তদন্তের জন্য তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

গান পাউডার সংগ্রহের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এটা কোথায় কীভাবে প্রসেসিং করা হয়েছে সে বিষয় খোঁজ নেওয়া হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭