ইনসাইড গ্রাউন্ড

প্রথম ওভারেই শরীফুলের আঘাত, মুশফিকের উড়ন্ত ক্যাচ


প্রকাশ: 06/11/2023


Thumbnail

দিল্লীতে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। প্রথম ওভার করতে আসেন শরীফুল ইসলাম। শরীফুলের ওভারের শেষ বলটিতে অফ সাইড দিয়ে খানিকটা বেরিয়ে যাচ্ছিল। লঙ্কান ব্যাটার কুশল পেরেরা বলটিকে কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন। তার ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ক্যাচ উঠে যায়। মুশফিক যেন বাজ পাখির ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি লুফে নেন।

লঙ্কানরা দলীয় প্রথম ওভারেই উইকেট হারায়। শরীফুল টাইগারদের পক্ষে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন দারুণ এক ডেলিভারিতে। দলীয় ৫ রানে এক উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা ৪ রানে প্যাভিলিয়নে চলে যান।

 

দুই দলের বিশ্বকাপে আর কিছু পাওয়ার নেই। এখন তারা একই টার্গেটে লড়বে। তা হলো ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি।

আজ বাংলাদেশ দলে তানজিম সাকিবের অভিষেক হলো। তিনি মোস্তাফিজের স্থলাভিষিক্ত হয়েছেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭