ওয়ার্ল্ড ইনসাইড

৮ হাজার বিরোধীদলীয় নেতা-কর্মী গ্রেপ্তারে ব্যাপক নিন্দা জানালো ইইউ, একমত যুক্তরাষ্ট্র


প্রকাশ: 06/11/2023


Thumbnail

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ধরপাকড়ের নিন্দা জানিয়েছে। রোববার (৫ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে তিনি এই নিন্দা জ্ঞাপন করেন।

ইইউ’র এ নিন্দা জ্ঞাপনের পর বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও বোরেলের টুইটের সঙ্গে একমত পোষণ করে। জানা গেছে, বর্তমান আসন্ন নির্বাচন প্রেক্ষাপটে বাংলাদেশে প্রায় আট হাজারেরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর জেরেই রোববার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এ ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেন জোসেফ বোরেল। একই সঙ্গে সবার ক্ষেত্রেই যেন ন্যায় বিচার বিচার নিশ্চিত করা হয়, সেই আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ হয় পুলিশের। এতে এক পুলিশ সদস্য এবং যুবদলের এক নেতা নিহত হন। আর সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭