ইনসাইড গ্রাউন্ড

জুনে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2018


Thumbnail

জুনে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের আগে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় আফগানিস্তান। আগামী ১৪ জুন ঐতিহাসিক ম্যাচটি ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজটি বেশ আগে থেকেই আলোচনায় ছিল। যেহেতু এ সময় এফটিপিতে বাংলাদেশের খেলা নেই, তাই বিসিবিও চাচ্ছে সিরিজটি খেলতে।

এদিকে বিসিবির একটি সূত্র জানাচ্ছে, আলোচনার অগ্রগতির কথাই। জুনে ভারতে হতে পারে দুই দেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সদ্যই নিদাহাস ট্রফি শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। জুনের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তারা। এর আগে কোনো আন্তজার্তিক ম্যাচ নেই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকেই প্রস্তাব দেওয়া হয় সিরিজটি নিয়ে। সব ঠিক থাকলে সিরিজটি ভারতের দেরাদুনে হবে।

আফগানদের বিপক্ষে ৫টি ওয়ানডে ও একটি টি২০ খেলেছে বাংলাদেশ। টি২০ জয় শতভাগ হলেও ওয়ানডেতে দুই ম্যাচ হেরেছে টাইগাররা। ২০১৬ সালে প্রথম ও সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দুই দেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজটি বাংলাদেশ ২-১ এ জিতে নেয়।


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭