ইনসাইড গ্রাউন্ড

ইনজুরি থেকে দৃষ্টি সরাতেই চুলের অদ্ভুদ স্টাইল করেছিলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2018


Thumbnail

২০০২ সালের দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে পঞ্চমবারের মতো শিরোপা জেতে ব্রাজিল। আর এ শিরোপা জয়ে সামনে থেকে বড় ভূমিকা রেখেছিলেন রোনালদো। সর্বোচ্চ ৮ গোল করে জেতেন গোল্ডেন বুট। পায়ের জাদুর পাশাপাশি ২০০২ বিশ্বকাপে আলোচনায় ছিল রোনালদোর চুলের স্টাইল। বেশ আলোচিত হয়েছিল সেই স্টাইল। এমনকি তাঁর মত করে অনেক ব্রাজিল ভক্ত-সমর্থক চুল কাটিয়েছিল সেসময়। সাধারণত ন্যাড়া মাথা থাকতো রোনাল্ডোর। কিন্তু সেবার মাথার সামনের ভাগে সামান্য চুল রেখেছিলেন।

তবে সেই অদ্ভুদ চুলের স্টাইল নিয়ে বরাবরই চুপ ছিলেন দ্য ফেনোমেনন। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর এর ব্যাখ্যা দিলেন। বিশ্বকাপের আগে পায়ের ইনজুরিতে পড়েছিলেন রোনালদো। আর এ নিয়ে তখন মিডিয়ায় বিস্তর লেখালেখি হচ্ছিল। সবাই তাঁর ইনজুরি নিয়ে কথাবার্তা বলছিল। এ নিয়ে বেশ বিরক্ত ছিলেন রোনালদো। যা তাঁর মনোসংযোগেও ব্যাঘাত ঘটাচ্ছিল। আর তখন মিডিয়ার দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই তিনি চুলের ওই অদ্ভুদ স্টাইল দেন।

রোনালদো বলেন, ‘আমি পায়ের ইনজুরিতে পড়েছিলাম। যা নিয়ে সবাই কথা বলছিল। তখন সিদ্ধান্ত নিলাম, আমি চুল কেটে ফেলব এবং সামনের দিকের কিছু অংশ রেখে দেবো। এরপর আমি যখন অনুশীলনে আসলাম সবাই আমার চুলের বাজে স্টাইল দেখল। ‘সবাই আমার চুল নিয়েই তখন বেশি কথা বলতে লাগল। এবং আমার ইনজুরির বিষয়টি ভুলে গেল। ফলে আমি আরও শান্ত থাকতে পারলাম এবং নিশ্চিন্তে অনুশীলনে মনোযোগ দিতে পারলাম।’

ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করা রোনালদো আরও বলেছেন,  ‘এ চুলের স্টাইল নিয়ে আমার কোনো গর্ব নেই। এটা কিছুটা অদ্ভুত ছিল। কিন্তু বিষয় পরিবর্তনের জন্য এটা ভালো উপায় ছিল।’

তথ্যসূত্র: গোল ডটকম, ইএসপিএন।


বাংলা ইনসাইডার/ডিআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭