ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলের ট্যাংক ধ্বংস করলো ফিলিস্তিনি যোদ্ধারা


প্রকাশ: 06/11/2023


Thumbnail

২৮ অক্টোবর থেকে গাজায় স্থলপথে হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। গাজায় স্থলপথে হামলার চালানোর বিপরীতে তীব্র প্রতিরোধ আক্রমনের মুখেও পড়তে হয়েছে বাহিনীটিকে। ইসরায়েলি বাহিনীটির বিরুদ্ধে বড় ধরনের সফলতা দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। তারা গত ২৪ ঘণ্টা ৬টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। একইসাথে হত্যা করেছে বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য। রোববার (৫ নভেম্বর) হামাসের আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে ধারাবাহিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হামাসের আল-কাসাম ব্রিগেড জানায়, রোববার সকাল থেকে তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করে। এ ছাড়া তাল আল-হাওয়াতে (গাজা শহরের দক্ষিণে) দুটি, বেইত হানুন (উত্তর গাজা উপত্যকায়) আরও তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলেও দাবি করে সংগঠনটি।

শনিবার, ব্রিগেডের এক মুখপাত্র রেকর্ড করা বক্তৃতায় বলেছেন, গত ৪৮ ঘণ্টায় পাল্টা প্রতিরোধে ইসরায়েলের ২৪টি ট্যাংক ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সুড়ঙ্গের মাধ্যমে গেরিলা কৌশলে চালানো হামলায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তারা। হামাসের এই সুপরিকল্পিত হামলা অব্যাহত থাকলে শিগগিরি গাজায় ইসরায়েলের স্থল অভিযান মুখ থুবড়ে পরবে বলে ধারণা বিশ্লেষকদের।

এছাড়া গাজায় স্থল হামলায় অংশ নেওয়ার পর হামাসের হামলায় ৩২ সেনা নিহতের কথা জানিয়েছে ইসরায়েল। এ নিয়ে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে ৩৪৬ জনে পৌঁছেছে। 

তবে হামাস বলছে, স্থল অভিযানে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা আর বেশি।  এ ছাড়া হামাসের সাথে লড়াইয়ে কমপক্ষে ৫৮ জন পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানায় তেল আবিব।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭