ওয়ার্ল্ড ইনসাইড

এবার গাজায় যুদ্ধবিরতি দেয়ার কথা জানালেন নেতানিয়াহু!


প্রকাশ: 07/11/2023


Thumbnail

টানা এক মাস ধরে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা ভূখণ্ডে বর্বরতার এক চরম ঘৃণ্য নিদর্শনের হামলা চালিয়েই যাচ্ছে। হত্যা করেছে হাজার হাজার নারী ও শিশুসহ ১০ হাজারেরও বেশি মানুষ। বেশ কয়েকবার তাদের নিকট যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলেও তাতে সাড়া দেয়নি তারা। অবশেষে, মানবিক সহায়তা প্রবেশ এবং হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তির জন্য গাজায় কৌশলগতভাবে সাময়িক সময়ের জন্য যুদ্ধ বন্ধ রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৬ নভেম্বর) মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানান তিনি। খবর: রয়টার্স

তবে হামাসের কাছে জিম্মি থাকা সবাইকে মুক্তি না দেওয়া হলে গাজায় যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল বলে জানিয়েছে নেতানিয়াহু।

মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, যুদ্ধের পর গাজা কে শাসন করবে?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে, কারণ আমরা দেখেছি নিরাপত্তাহীনতার জন্য আমাদের অবস্থা কী হয়েছে।”



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭