কালার ইনসাইড

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩: ১ম পর্বে ৩টি বিভাগে মনোনয়নপ্রাপ্ত সেরা আট অভিনয়শিল্পী


প্রকাশ: 07/11/2023


Thumbnail

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ম পর্বের তারকা জরিপের সেরা আট চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী ও নবাগত অভিনয়শিল্পী বাছাইয়ের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে ও পত্রিকার কুপন এর মাধ্যমে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন পাঠকগণ।

সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে। আগামী পর্বে  জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্ত কাজগুলো চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বে।

সেরা চলচ্চিত্র অভিনেতা (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র):
আদর আজাদ- ‘লোকাল’
আফরান নিশো- ‘সুড়ঙ্গ’
আরিফিন শুভ- ‘উনিশ ২০’
ইয়াশ রোহান- ‘আদম’
বাপ্পী চৌধুরী- ‘শত্রু’
মাহফুজ আহমেদ- ‘প্রহেলিকা’
শাকিব খান- ‘প্রিয়তমা’
সিয়াম আহমেদ- ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’

সেরা চলচ্চিত্র অভিনেত্রী (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র):
অপু বিশ্বাস– ‘লাল শাড়ি’
আফসান আরা বিন্দু- ‘উনিশ ২০’
জান্নাতুল ফেরদৌস ঐশী- ‘আদম’
তমা মির্জা- ‘সুড়ঙ্গ’
তাসনিয়া ফারিণ- ‘নিকষ’
নুসরাত ইমরোজ তিশা- ‘বীরকন্যা প্রীতিলতা’
পূজা চেরি- ‘জ্বীন’
শবনম বুবলী- ‘প্রহেলিকা’

সেরা ৮ নবাগত অভিনয়শিল্পী:

আরিয়ানা জামান- ‘পাপ: প্রথম চাল’
জাকিয়া মাহা- ‘পাপ: প্রথম চাল’
প্রান্তর দস্তিদার- ‘আন্তঃনগর’
মিষ্টি জাহান- ‘কিল হিম’
মায়ামী- ‘টেক অফ’
নিদ্রা নেহা- ‘আন্তঃনগর’
নীলাঞ্জনা নীল- ‘ফ্রাইডে’
নাজনীন নাহার নিহা- ‘লাভ সেমিস্টার’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭