ইনসাইড গ্রাউন্ড

সাকিবের “টাইমড আউট” নিয়ে ক্রিকেট তারকা থেকে দর্শকরা কে কি বলছেন?


প্রকাশ: 07/11/2023


Thumbnail

অ্যাঞ্জেলা ম্যাথুসকে টাইমড আউট করানোয় শ্রীলঙ্কানরাতো ক্ষুব্ধ হয়েছেনই। সেই সাথে বিশ্বের অনেক ক্রিকেটার, বিশ্লেষকরাও এর পক্ষে-বিপক্ষে কথা বলেছেন। এমনকি বাংলাদেশের সমর্থকরাও দুইভাগে বিভক্ত হয়েছেন। কেউ বলছেন সাকিব আবেদন না করে বড় মনের পরিচয় দিতে পারতেন। কেউ বলছেন দেশের জন্য লড়তে এসে সাকিব সর্বস্যটাই দেবেন এটাই হওয়া উচিত। সে তো ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করেনি। তাহলে তার ভুলটা কোথায়?

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’

 

অবশ্য বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। ম্যাথিউস এদিন অতিক্রম করে গেছেন দুটিই। যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।

 

এমসিসির বানানো আইনটির প্রয়োগ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেল দেড়শ বছর পর। অথচ অন্য অনেক আইন ক্রিকেট মাঠে হরহামেশা দেখা যায়। নতুন করে প্রয়োগ হওয়া আইনটি নিয়ে মানুষ ‘ক্রিকেট অব স্পিরিটে’র দুয়ো তুলছেন। যা সরাসরি আবার ক্রিকেটীয় আইনের বিরুদ্ধে যায়! এত বছর পর ‘টাইমড আউটে’র প্রয়োগ দেখে আইন প্রণয়নকারীরা গর্বিত হতেন বলে মন্তব্য করেছেন মাশরাফি।

টাইগার ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসের উনিশ হাজার ছয়শ সাতান্ন তম ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এতো বছর আগে আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো।’

আজকের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক দুই পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা। নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াকার বলেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।’ আরেক ধারাভাষ্যকার ও সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেন, ‘এ ঘটনার পর শ্রীলঙ্কা নিশ্চয়ই আরও একটু বেশি আবেগ ও রাগ নিয়ে খেলবে।’

অস্ট্রেলিয়ান ব্যাটার ওসমান খাজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'ম্যাথিউস ক্রিজে চলে এসেছিল এরপর তার হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছে। এটা কীভাবে টাইমড আউট? টাইমড আউট হতো যদি সে ক্রিজে না যেত কিন্তু এটা হাস্যকর। কোনো পার্থক্য নেই একজন ব্যাটার ক্রিজে গিয়ে তৈরি হতে তিন মিনিট সময় নিয়েছে কি নেয়নি।'

 

এদিকে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়াহ লিখেছেন, 'ভুলে যান স্পিরিট অব দ্য গেমের কথা, নিয়মের কথাও ভুলে যান, একজন ভালো মনের ক্রিকেটার কীভাবে এমন একটি আউটের জন্য আবেদন করতে পারে? কীভাবে একটি আউট এভাবে নিতে পারে।'

 

 

গৌতম গম্ভীর বলেন, 'আজকে দিল্লিতে যা হয়েছে এটা সত্যিই হতাশাজনক।'

স্টিভ হারমিসন বলেছেন,'আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ঘটনা প্রথম। এটি বেশ অভাবনীয় যে ম্যাথিউস তার হেলমেটটাও দেখে আনলেন না। তিনি এটি কীভাবে করলেন? প্লেয়িং কন্ডিশন ও নিয়ম অনুযায়ী সাকিবের সিদ্ধান্ত সঠিক, আমার অবস্থানও তার পক্ষে।'

 

একজন বাংলাদেশী সমথক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হলেন অ্যাঞ্জেলা মেথিউস!! অনেকেই এই আউটের সমালোচনা করছেন কিন্তু কেন? আউট ইজ আউট!!  খেলা ইজ খেলা!!  আর এই আউট রুলসের মধ্যেই আছে, তাহলে সমালোচনা কেনো???

নিয়ম অনুযায়ী ম্যাথিউস আউট। যদি এই আউট নিয়ে তর্কাতর্কি হয় তাহলে কি নিয়ম ঘাস কাটার জন্য ব্যবহার করা হবে?

বাংলাদেশ যদি আপিল না করতো আর এই ৩ মিনিটের জন্য যদি স্লো ওভাররেট ধরিয়ে দিতো, একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হতো বা জরিমানা দিতে হতো, তখন স্পিরিট অফ ক্রিকেট বা কন্ট্রোভার্সি কোথায় থাকতো ভাই?

আরেকজন লিখেছেন, মানে আমাদের এত খারাপ অবস্থা যে এরকম অখেলোয়াড়সুলভ উপায়ে এঞ্জেলো ম্যাথিউসের মত একজন সিনিয়র ক্রিকেটারকে মাঠ থেকে বিদায় করতে হয়!

আরেকজন বলেছেন, নিয়ম যেহেতু আছে আমি এই উইকেটের পক্ষে। প্রতিপক্ষের প্রতি সহানুভূতি দেখিয়ে নিজে হেরে যাওয়া উচিত নয়। দিন শেষে মানুষ মনে রাখবে ম্যাচের ফলাফল।

আরেকজন লিখেন, সাকিবের পক্ষে তিনি। চ্যাম্পিয়ান্স ট্রফিতে চান্স পাওয়া যেখানে অনেক গুরুত্বপূণ সেখানে এমন উদারতা দেখানোটা কতটা যৌক্তিক? সময় বেশি যাওয়ার জন্য স্লো ওভার রেটের জন্য জরিমানা হলে তখন সবাই সাকিবের সমালোচনা করতো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭