ওয়ার্ল্ড ইনসাইড

হিজাব না পরায় ২০ ইরানি অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা


প্রকাশ: 07/11/2023


Thumbnail

হিজাব পরে বাইরে বের না হওয়ায় ইরানে দেশটির ২০ জন অভিনেত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞাটি আরোপ করে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অভিনেত্রী আর বাইরে কাজ করতে পারবেন না বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে সেখানে নারীদের চলাফেরা ও ইসলামী পোষাক পরা নিয়ে বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে দেশটিতে আইন রয়েছে এবং আইন ভঙ্গ করলে নারীদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় গতমাসের শেষদিকে ২০ জন অভিনেত্রীর নাম প্রকাশ করে বলেছে হিজাব পরে বাইরে বের না হওয়ায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহদি এসমাইলি জানান, বাধ্যতামূলক হিজাব আইন না মানায় তাদের সঙ্গে কাজ করা সম্ভব ছিল না৷ এই অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রী

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে সেখানে নারীদের চলাফেরা ও ইসলামী পোষাক পরা নিয়ে বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে দেশটিতে আইন রয়েছে এবং আইন ভঙ্গ করলে নারীদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়।

ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় গতমাসের শেষদিকে ২০ জন অভিনেত্রীর নাম প্রকাশ করে বলেছে হিজাব পরে বাইরে বের না হওয়ায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহদি এসমাইলি জানান, বাধ্যতামূলক হিজাব আইন না মানায় তাদের সঙ্গে কাজ করা সম্ভব ছিল না৷

এই অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি রয়েছেন৷ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য সেলসম্যান' মুভিতে আলিদুস্তি অভিনয় করেছিলেন৷ চলচ্চিত্রের পরিচালক ছিলেন আসগার ফারহাদি। মুভিটি সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে অস্কার জিতেছিলো। 

আলিদুস্তি আগে হেডস্কার্ফ পরতেন৷ বিদেশে গেলেও এর ব্যতিক্রম করতেন না। ২০২২ সালে মাশা আমিনির মৃত্যু হলে ইরানে যে বিক্ষোভ হয় তাতে সমর্থন জানিয়েছিলেন তিনি। বিক্ষেষাভের সমর্থনে আলিদুস্তি ইনস্টাগ্রামে তার একটি হিজাব ছাড়া ছবি প্রকাশ করেছিলেন। ছবিতে তার হাতে ধরা কাগজে লেখা ছিল ‘নারী, জীবন, স্বাধীনতা'৷ ছবিটি প্রকাশের পর আলিদুস্তিকে আটক করা হয়েছিল৷ দুই সপ্তাহ পর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন৷

কাজের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আলিদুস্তি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি তোমাদের হেডস্কার্ফ পরার বাধ্যবাধকতা মানব না, যেটা থেকে এখনও আমার বোনদের রক্তে ঝরছে৷



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭