ইনসাইড পলিটিক্স

আওয়ামী লীগ কেন আত্মবিশ্বাসী


প্রকাশ: 07/11/2023


Thumbnail

২৮ অক্টোবরে বাংলাদেশের রাজনীতির মেরুকরণ ঘটেছে। পাশার দান উল্টে গেছে। কদিন আগেই আওয়ামী লীগ ছিল অনেকটা চাপে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছিল এক ধরনের উৎকণ্ঠা, অস্বস্তি। কী হতে যাচ্ছে—এ রকম প্রশ্ন নিয়ে আওয়ামী লীগের কাউকে কাউকে বিচলিত দেখা গেছে। কিন্তু ২৮ অক্টোবর বিএনপির আত্মঘাতী আন্দোলন পুরো ঘটনাকে উল্টে দিয়েছে। পুরো পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে চলে এসেছে। বিএনপি চলে গেছে ব্যাকফুটে।

বিএনপি ২৮ তারিখের তাণ্ডবের ফলে রাজনীতিতে তাদের নির্বাসন প্রক্রিয়ার চূড়ান্ত পর্বে উপনীত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। আর আওয়ামী লীগ এখান থেকেই আত্মবিশ্বাস হয়েছে। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা দলটি এখন চতুর্থ বারের মতো ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ এখন নির্বাচনের ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছে। এমনকি বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারেও সাফ তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহলকেও আওয়ামী লীগ তার অবস্থান পরিষ্কার করেছে। প্রশ্ন হল হঠাৎ করেই আওয়ামী লীগ আত্মবিশ্বাসী অবস্থায় আসল কেন? আওয়ামী লীগ কেন দৃঢ় এবং চিন্তামুক্ত? আওয়ামী লীগ কেন মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে তারা বড় ধরনের কোনো বাধার মধ্যে পড়বে না? এর একাধিক কারণ আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তার মধ্যে-

১. বিএনপি ভুল রাজনীতি: আওয়ামী লীগের আজকের এই সুবিধাজনক অবস্থান প্রধান কারণ হল বিএনপির ভুল রাজনীতি। বিএনপি যদি ২৮ অক্টোবর এই ধরনের নাশকতা বা অপতৎপরতা গুলো না করত তাহলে হয়ত পরিস্থিতি বিএনপির অনুকূলে থাকত। কিন্তু এই সন্ত্রাস এবং ভয়ঙ্কর পৈশাচিকতা বিএনপিকে ব্যাকফুটে নিয়ে গেছে৷ বিএনপি এই ভুল রাজনীতির কারণে জনগণের মধ্যে যেমন ক্ষোভ তৈরি হয়েছে, তেমনই আন্তর্জাতিক সম্প্রদায়ও বিএনপিকে সমর্থন করতে পারছে না।

২. জনসমর্থন: ২৮ অক্টোবর থেকে বিএনপি যে টানা কর্মসূচি পালন করছে সেই কর্মসূচির ফলে বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে। জনপ্রিয়তা বাড়ছে আওয়ামী লীগের। আগে যারা আওয়ামী লীগের ব্যাপারে প্রচণ্ড নেতিবাচক মনোভাব দেখাচ্ছিল, তারাও এখন অবস্থান পরিবর্তন করছেন। তারা আওয়ামী লীগকে মন্দের ভালো মনে করছেন। বিএনপি অতীত থেকে কিছু শেখেনি, বিএনপি জনজীবন অচল করে দিতে চাই—এ রকম কথাবার্তা এখন মানুষ প্রকাশ্যে বলছে। এ দেশের অধিকাংশ মানুষকে খেটে খেতে হয়। তারা দিন আনে দিন খায় নীতিতে চলে। মজুর, শ্রমিক, কৃষক তারা সকলেই তথাকথিত অবরোধের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের অর্থনৈতিক সঙ্কট বাড়ছে। এটা সাধারণ মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না। বিএনপির এই রাজনৈতিক কর্মসূচিকে তারা হঠকারিতার চূড়ান্ত হিসাবে অভিহিত করছে। আর এটি আওয়ামী লীগ ভালো মতোই উপলব্ধি করছে। এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। 

৩. আন্তর্জাতিক চাপের প্রশমন: আওয়ামী লীগ মনে করছে যে, কদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ব্যাপারে যে রকম চাপ দিচ্ছিল সে রকম চাপ এখন তাদের জন্য নেই। বিশেষ করে বিএনপির এই সমস্ত ঘটনার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই বুঝতে পেরেছেন যে, বিএনপির সঙ্গে জামায়াতের গোপন সম্পর্ক রয়েছে এবং বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে সন্ত্রাসকে লালন করে। এর ফলে আন্তর্জাতিক চাপ অনেকটা কমে এসেছে আওয়ামী লীগের ওপর থেকে। তাছাড়া আওয়ামী লীগ বিকল্প চ্যানেলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা যোগাযোগ করেছে। সেই যোগাযোগের কারণে যুক্তরাষ্ট্র নমনীয় বলে মনে করছে। 

৪. ভারতের সমর্থন: আওয়ামী লীগ খুব ভালো মতোই জানে ভারত তাদের পাশে আছে এবং ভারত যদি পাশে থাকে তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচন করে আওয়ামী লীগ কোন বড় ধরনের বিপর্যয় পড়বে না। 

৫. শেখ হাসিনার ম্যাজিক: আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মনে করেন, শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রাজ্ঞ, বিচক্ষণ এবং দুরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ। তিনি রাজনীতিতে একাধিকবার ম্যাজিক দেখিয়েছেন। এবারও তার ম্যাজিক এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণে আওয়ামী লীগ চাপমুক্ত ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে। আর এসব কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আত্মবিশ্বাসী।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭