ইনসাইড গ্রাউন্ড

চলতি বিশ্বকাপে ‘দ্রুততম’ হাফ সেঞ্চুরি কুশল পেরেরার


প্রকাশ: 09/11/2023


Thumbnail

একদিনের ক্রিকেট সংস্করণে দ্রুততম ফিফটির রেকর্ড আছে এ বি ডি ভিলিয়ার্সের। তিনি ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে ফিফটি করে ১৭ বলে করা জয়সুরিয়ার রেকর্ডটি ভাঙেন।

আর এদিকে চলতি বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন লঙ্কান ব্যাটার কুশল পেরেরা। তিনি ২২ বলে ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূরণ করেন। যা এই বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম অর্ধশতক।

এর আগে বিশ্বকাপে আরেক লঙ্কানের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড আছে। তিনি চলতি বিশ্বকাপে আলোচিত অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাথুস ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।

চলতি বিশ্বকাপে কুশল পেরেরা ছাড়া আরও দুটি দ্রুততম হাফ সেঞ্চুরি হয়েছে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এই কিউইদের বিপক্ষেই চলতি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ২৫ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

এর আগে ধর্মশালায় শ্রীলঙ্কার কুশল মেন্ডিস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

তবে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক নিউজিল্যান্ডে ব্রান্ডন ম্যাককুলাম। তিনি ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭