ইনসাইড গ্রাউন্ড

কিউইদের বিপক্ষে দুইশও করতে পারলো না লঙ্কানরা


প্রকাশ: 09/11/2023


Thumbnail

৩, ৩০, ৩২, ৭০, ৭০ এই দলীয় রানের সংখ্যাগুলোতে প্রথম পাওয়ার প্লের ১০ ওভারেই শ্রীলঙ্কার ৫ উইকেট নেই। অর্থাৎ, প্রথম পাওয়ার প্লেতে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৪ রান। ভঙ্গুর টপ অর্ডার ব্যাটিং লাইনআপে অর্জন বলতে লঙ্কান ওপেনার কুশল পেরেরার এই বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটিই। শেষমেষ লঙ্কানরা ৪৬.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৭১ রানেই শেষ হয়ে যায়।

পেরেরা ২২ বলে ৯টি চার ও ২চি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি করে ফেলেন। এছাড়া আর কোনও ব্যাটার সেভাবে খেলতে পারেননি। টেলিফোনের ডিজিটের মতোই ২, ৬, ১, ৮ এই সংখ্যাগুলোই স্কোরবোর্ডে বেশি ছিল। শেষমেষ মাহিষ থিকসানা দলকে টেনেছেন। তিনি ৯১ বলে ৩৯ রান করেন।

লঙ্কানরা শুরুতে দ্রুতই রান তুলছিলেন পেরেরার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে। প্রথম ৫০ রান আসে ৩৬ বলেই। আর শত রান আসে ৯৬ বলে। দ্বিতীয় পাওয়ার প্লে’তে ৮১ রান আসে ৪ উইকেটের বিনিময়ে।

লঙ্কানদের বিপাকে ফেলার মূল কাজটি করেন ট্রেন্ট বোল্ট। তিনি ১০ ওভারে ৩টি মেডেনসহ ৩৭ রানে ৩ উইকেট দখল করেন। এছাড়া লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র নেন ২টি করে উইকেট।

কিউই বোলারদের মধ্যে একমাত্র টিম সাউদিই খরুচে ছিলেন। তিনি ৮ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট নেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭