ইনসাইড গ্রাউন্ড

টাইমড আউটের পক্ষে ছিলেন না ডোনাল্ড


প্রকাশ: 09/11/2023


Thumbnail

ভারত বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এ নিয়েতো আলোচনা-সমালোচনা, পক্ষ-বিপক্ষ চলছেই। এরই মধ্যে নিজের ঘরেই আগুন। কারণ, এই আউটটি পছন্দ হয়নি বাংলাদেশ বোলিং কোচ অ্যালান ডোনাল্ডেরও। ব্যাপারটি নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছিলেন তিনি। এমন ধরনের আউট নাকি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যায় না বলে মন্তব্য করেছিলেন এই প্রোটিয়া কোচ।

 

টাইমড আউট নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকব্লগ ডটনেট’-কে নিজের মতামত জানিয়েছিলেন ডোনাল্ড। তিনি বলেছিলেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না। আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, যথেষ্ট হয়েছে আর না।’

 

‘টাইমড আউট’ ব্যাপারটা ক্রিকেটের চেতনার বাইরে বলেও মনে করেন ডোনাল্ড। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আপনি এই খেলার প্রতি সম্মান ও মর্যাদার কথা বলুন। ক্রিকেটের চেতনার কথা বলুন। কিন্তু আমি এমন জিনিস দেখতে চাই না। আমার কথা হচ্ছে, এটা হতে পারে না। এটা একেবারেই হতে পারে না।’

 

বিশ্বেকাপ আসরে ইতোমধ্যেই শেষ হয়েছে বাংলাদেশের সেমিফাইনালের আশা। এখন টাইগারদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা টিকিয়ে রাখা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭