ওয়ার্ল্ড ইনসাইড

মুসলিমরা আর কখন আওয়াজ তুলবে, প্রশ্ন এরদোয়ানের


প্রকাশ: 09/11/2023


Thumbnail

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যাকায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলা একমাস ধরে চলমান থাকলেও এখনো তা বন্ধ করার জন্য কোন পদক্ষেপ নেয়নি বিশ্ব। এ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফের ইসরায়েল এবং পশ্চিমা নেতাদের সমালোচনা করেছেন। উজবেকিস্তানের তাসখন্দে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তুর্কি নেতা গাজায় রক্তপাত বন্ধে পদক্ষেপ নিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।

এরদোয়ান বলেন, মুসলিমরা এখন না হলে আর কখন আওয়াজ তুলবে? তুরস্কের প্রেসিডেন্ট উল্লেখ করেন, বিশ্ব একটি উন্মত্ততার মুখোমুখি হচ্ছে। এমনকি শিশু হত্যাকেও বৈধতা দিচ্ছে।

প্রেসিডেন্ট এরদোয়ান পরিস্থিতি সম্পর্কে ভণ্ডামিপূর্ণ দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। ইসরায়েলের হাতে নির্মমভাবে নিহদের প্রায় ৭৩ শতাংশই নারী ও শিশু। তারা বেসামরিক আবাসিক এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। 

তুর্কি প্রেসিডেন্ট ২০১৫ সালে ফরাসি প্রকাশনা শার্লি হেবদোতে হামলার পর বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে বলেন, যখন ২৫ জন নিহত হয়েছিল তখন তারা একত্রিত হয়েছিল কিন্তু গাজায় ১০ হাজার মানুষ হত্যার পর তারা নীরব!



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭