ইনসাইড গ্রাউন্ড

নান্নুকে অবসর দিয়ে নির্বাচক হতে চান আশরাফুল


প্রকাশ: 09/11/2023


Thumbnail

দলের সফলতায় নির্বাচকদের নিয়ে কোনও কথা উঠে না। তাদের খেলোয়াড় সিলেকশনে বাংলাদেশ সাফল্য পেল সেই কথা কেউ বলে না। বাহবাতো দূর-দূরান্তের কথা! কিন্তু, যখনই দল খারাপ করে তখনই নির্বাচকদের ‍মণ্ডুপাত করা হয়। যেন সব দোষ তাদেরই। আসলে খেলোয়াড়রা মাঠে খারাপ করলে তাদের করণীয় কি হতে পারে? দুয়ো ধ্বনি দেওয়া হয় নির্বাচকদের সরিয়ে দেবার জন্য।

 

 

এবারের বিশ্বকাপ দলে বাংলাদেশের ভরাডুবি। খুবই বাজে খেলে দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাতে প্রধান নির্বাচক পদে নান্নুকে আর রাখা হবে কিনা তা নিয়েই চলছে যেন নানা আলোচনা। সেই আলোচনায় এবার যোগ দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল।

 

ভারত বিশ্বকাপে দলের বিপর্যয় মাঠ থেকে দেখেছেন তিনি। তাইতো প্রধান নির্বাচকের পদ থেকে মিনহাজুল আবেদীনের বদলের দাবিও তুললেন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আশরাফুল বলেছেন, ‘অবশ্যই (বদল চাই)। একটা মানুষ ১২ বছর ধরে আছেন। শুধু আমি নই বিশ্বে সব জায়গায়। হয়তো আমি আরেকবার বলেছিলাম। তিনি উদাহরণ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার একজন ছিলেন। তখন অস্ট্রেলিয়া টানা ১২–১৩ টেস্ট জিতেছিল। ওটা হিসাব করবেন না।’

 

আইসিসির ইভেন্টে মিনহাজুলের ভরাডুবি প্রসঙ্গে আশরাফুল যোগ করেন, ‘আমাদের সবশেষ তিনটি আইসিসির ইভেন্ট ভালো হয়নি। এবারও ভালো হয়নি। দুটি ম্যাচ জিতে আটে আছি। এ কারণে অবশ্যই নতুন মেধার দরকার। এটা লম্বা সময়ে থাকার পজিশন নয়। এটা ২–৪ বছর থাকার পজিশন। নতুন মানুষ এলে নতুন ভাবনা আসবে। ২৩ বছরে ১০–১২ কোচ কেন পরিবর্তন করলাম। নতুন কিছু চিন্তার জন্যই তো পরিবর্তন করেছি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭