ইনসাইড গ্রাউন্ড

শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান


প্রকাশ: 10/11/2023


Thumbnail

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমির আশায় আছেন হাশমতউল্লাহ শহীদির দল।

 

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচটি।

 

জটিল হয়ে গেছে সেমিফাইনালে পৌঁছার সমীকরণ। আজ ‘ডু অর ডাই’ ম্যাচে আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান।

বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আফগানরা এরপর টানা তিন ম্যাচে পাকিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে হারায়।

 

সেমিফাইনালে উঠতে হলে প্রোটিয়াদের ৪৩৮ রানে হারাতে হবে আফগানদের, যা প্রায় অসম্ভব। তবে সেমিফাইনালে না খেলতে পারলেও ইতোমধ্যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করে ফেলেছে আফগানরা। আজ আরেকটা অঘটন ঘটাতে পারলে সেরা ছয়ে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে রশিদ খান-মোহাম্মদ নবিদের।

 

আফগানিস্তান একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (সি), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ইকরাম আলীখিল (ডাব্লু), মুজিব উর রহমান, নূর আহমদ, নবীন-উল হক।

দক্ষিণ আফ্রিকা একাদশঃ কুইন্টন ডি কক (ডব্লিউ), টেম্বা বাভুমা (সি), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭