ওয়ার্ল্ড ইনসাইড

গাজা যুদ্ধ নিয়ে বৈঠকে বসছে আরব লিগ-ওআইসি


প্রকাশ: 10/11/2023


Thumbnail

আরব লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদের নিয়ে একটি যৌথ সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব। সম্মেলনে আরব ও মুসলিম বিশ্বের এই প্রধান দুই সংগঠনের নেতারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। রোববার রিয়াদে এই দুই সংগঠনের নেতারা একত্রে বৈঠকে বসবেন।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজাঘ ইসরায়েলি বাহিনীর সংঘাত ও এর কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে শনিবার রিয়াদে আরব লিগের শীর্ষ সম্মেলন হবে। এর পরের দিন রোববার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত সোমবার ওআইসি জানিয়েছিল, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা নিয়ে আলোচনার জন্য ১২ নভেম্বর রিয়াদে একটি জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে কাদের কাদের মধ্যে আলোচনা হবে তা জানায়নি ওআইসি।

এদিকে ১২ নভেম্বর আরব-আফ্রিকান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যা  স্থগিত করেছে রিয়াদ। তবে আরব লিগ ও ওআইসির দুটি শীর্ষ সম্মেলন জন্য এটি স্থগিত করা হয়েছে কিনা তা জানা  জায়নি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭