ইনসাইড গ্রাউন্ড

লড়াই করেও টিকে থাকতে পারল না আফগানিস্তান


প্রকাশ: 10/11/2023


Thumbnail

ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়লেও শেষমেশ দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছিল আফগানিস্তান। রান ডিফেন্ড করতে নেমে প্রোটিয়াদের বেশ ভালো চাপে ফেলেছিল তারা। তবে রাসি ফন ডার ডুসেনের ব্যাটে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে টেম্বা বাভুমার দল।

শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই হারে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আফগানিস্তান। আগেই সেরা চার নিশ্চিত করা প্রোটিয়ারা ধরে রেখেছে টেবিলের দ্বিতীয় অবস্থান।

সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে হলে এই ম্যাচে অন্তত ৪৩৮ রানে জিততে হতো আফগানিস্তানকে। প্রথম ইনিংসের পরই তাই সেমির আশা শেষ হয়ে গিয়েছিল আফগানদের। তবে ২৪৫ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে বেশ ভালোই চাপে ফেলেছিল হাশমতউল্লাহ শহীদির দল। শেষদিকে ফন ডার ডুসেন ও আন্দিলে ফেহশুকায়োর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পোঁছে যায় প্রোটিয়ারা। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭