ইনসাইড গ্রাউন্ড

পাওয়ার প্লেতে ভালো শুরু বাংলাদেশের


প্রকাশ: 11/11/2023


Thumbnail

পাওয়ার প্লতে ভালো শুরু বাংলাদেশের। এবারের বিশ্বকাপের নিয়মিত দৃশ্য পাওয়ার প্লেতে ভরাডুবি। তবে এই আসরের শেষ ম্যাচে প্রথম ১০ ওভারে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস আজ আর আউট হননি। তাদের দূর্দান্ত শুরুতে ৬২ রান পায় কোনও উইকেট না হারিয়ে।

আজ অজিদের বিপক্ষে ৪৯ বলে অর্ধশত রান পূণ্য হয় টাইগারদের। এসময় তানজিদ ২৪ ও লিটন ২০ রানে অপরাজিত ছিলেন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে টস করতে নেমে হেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশকে।

বাংলাদেশের এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঠার বিসয়টি নিশ্চিত নয়। তবে কিছুটা এগিয়ে আছে এটাই স্বস্তির বিষয়। আজ অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও যদি ন্যূনতম ১২৩ রান করে এবং অস্ট্রেলিয়াকে ২৫ ওভারের আগেই জিততে না দেয় তাহলে হয়তো সর্বশেষ দল হিসেবে খেলতে পারবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপরও নেদারল্যান্ডস ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সাকিবদের। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭