ইনসাইড গ্রাউন্ড

নিউজিল্যান্ড টেস্টে তাসকিনকে পাচ্ছে না বাংলাদেশ


প্রকাশ: 12/11/2023


Thumbnail

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল সুখকর নয়। বলা যায় এক ব্যর্থ পারফর্মেন্স করে দেশে ফিরেছে টাইগাররা। এরই মধ্যে শুরু হয়ে গেছে নিউজিল্যান্ড টেস্টের আলোচনা। এই বিশ্বকাপে পেসাররা ছিলেন মলিন।

দুটি টেস্ট খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। ওই সিরিজে তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশি পেসার নিজেই বিষয়টি জানিয়েছেন। সূত্র- ক্রিকবাজ।

বিশ্বকাপের মাঝপথে কাঁধে চোট পেয়েছিলেন তাসকিন। যে কারণে ২টি ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। চোট থেকে সেরে উঠতেই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না তিনি।

 

তাসকিন বলেন, ‘কাঁধে সমস্যা নিয়ে আমি বিশ্বকাপে খেলেছি। যে কারণে ছন্দটা পাইনি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। একটু বিশ্রাম নিয়ে এই সময়টায় রিকভারির চেষ্টা করবো।

 

টেস্ট সিরিজে না খেললেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তাসকিন আহমেদকে পাবে। টাইগার পেসার বলেন, ‘আশা করি নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে যাব।’

 

বাংলাদেশে ২টি টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর ও ৬ ডিসেম্বর। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে কিউইদের দেশে পা রাখবে টাইগার বাহিনী। ওই সিরিজে ৩টি ওয়ানডে ও সমানসংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজেও থাকবেন না বলে জানিয়েছেন তাসকিন।

বোলিং কোচ অ্যালান ডোনাল্ড প্রসঙ্গে জানান, তিনি আমাদের পেস বোলিং ইউনিটকে ভালো করতে যথেষ্ট কাজ করেছেন। আমরা তাকে মিস করবো। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭