ওয়ার্ল্ড ইনসাইড

ভূমধ্যসাগরে আছড়ে পড়লো মার্কিন সামরিক বিমান


প্রকাশ: 12/11/2023


Thumbnail

পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ বিমান ছিল বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ড (ইউএসইউকম)। বিষয়টি নিশ্চিত করে শনিবার (১১ নভেম্বর) একটি বিবৃতি প্রকাশ করে মার্কিন সামরিক কমান্ড। 

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী বিমানটি দুর্ঘটনার শিকার হয়ে বিধ্বস্ত অবস্থায় নিচে পড়ে।

ইউএসইউকম আরও জানায়, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা এই ঘটনায় যুক্ত সেনাদের সম্পর্কে আর বিশদ কোনো তথ্য প্রকাশ করব না। বিমান দুর্ঘটনার ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তবে এই ঘটনার পেছনে ‘শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই। কোনো হামলায় নয় বরং যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্তু হয়েছে বিমানটি।’

মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে,  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের ব্যাপক আগ্রাসন শুরুর পর তেলআবিবের সমর্থনে ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭