ওয়ার্ল্ড ইনসাইড

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের সরকারে ফিরলেন ডেভিড ক্যামেরন


প্রকাশ: 13/11/2023


Thumbnail

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। আজ সোমবার মন্ত্রিসভার রদবদলে চাঞ্চল্যকরভাবে ব্রিটিশ সরকারে ফিরে আসেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক নতুন মন্ত্রী হিসেবে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এছাড়া মন্ত্রিসভা থেকে বরখাস্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান।

আজ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্যামেরন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আমাকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমি তা সানন্দে গ্রহণ করেছি।’

যুক্তরাজ্যে  ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ছিলেন ডেভিড  ক্যামেরন। গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়েছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটসহ নানা ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। বিশ্বজুড়ে বড় এই পরিবর্তনের সময়ে মিত্রদের পাশে দাঁড়ানো, অংশীদারত্ব শক্তিশালী করা এবং আমাদের মতামতগুলো সবার কাছে পৌঁছানো নিশ্চিত করা আমাদের দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

তিনি এমন সময়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন, যখন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে পশ্চিমা দেশগুলোতে ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধছে। 

বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে টাইমস সাময়িকীতে ব্রিটেনের ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের ব্যাপক বিষোদ্গার করে কলাম লেখায় বিরোধীদল লেবার পার্টির এমপি ও নেতাদের তোপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। নিজ দল কনজারভেটিভ পার্টিতেও তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছিল। সমালোচকরা এ সময় উত্তেজনা বাড়ানোর জন্য ব্রাভারম্যানকে অভিযুক্ত করেন। এতে ব্রাভারম্যানের র বিরুদ্ধে পদক্ষেপ নিতে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েন সুনাক। এমনই ঘটনায় সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সুয়েলা ব্রেভারম্যানকে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ক্যামেরনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আগে এ পদে ছিলেন জেমস ক্লেভারলি। তাঁকে সুয়েলা ব্রেভারম্যানের ছেড়ে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। লক্ষ্যটা পরিষ্কার। আমার কাজ হলো দেশের মানুষকে নিরাপদে রাখা।’

এদিকে, সুয়েলা ব্রেভারম্যান বরখাস্ত হওয়ার ২ ঘণ্টা পর পদত্যাগ করেছেন পরিবহনমন্ত্রী জেসি নরম্যান। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের উদ্দেশে এক এক্সবার্তায় তিনি বলেছেন, ‘২০১৬ সাল থেকে এ পর্যন্ত মন্ত্রিসভার সদস্য হিসেবে দেশের জন্য দায়িত্বপালন করা অনেক বড় সম্মানের ব্যাপার।’

সুনাকের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আপনার শান্ত, মনযোগী এবং দীর্ঘমেয়াদী নেতৃত্বগুণ দিয়ে এক বছর ধরে দেশের সেবা করছেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭