ওয়ার্ল্ড ইনসাইড

১ হাজার মানুষকে জিম্মি করেছিলেন এই ফিলিস্তিনি কমান্ডার


প্রকাশ: 13/11/2023


Thumbnail

হামাসের একজন সিনিয়র কমান্ডারকে বিমান হামলা চালিয়ে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। হামাসের এই কমান্ডার গাজার একটি হাসপাতালে ১ হাজার মানুষকে জিম্মি করে রেখেছিলেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

এক্স-এ করা একটি পোস্ট ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, আহমেদ সিয়াম নামের এই কমান্ডার গাজার একটি হাসপাতালে প্রায় ১ হাজার মানুষকে জিম্মি করে গাজার বাসিন্দাদের দক্ষিণ থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে বাধার সৃষ্টি করেছিলেন।

আইডিএফ জানায়, গাজা শহরের আল-বুরাক স্কুলে লুকিয়ে থাকার সময় একটি ফাইটার জেটের মাধ্যমে তার আস্তানায় আঘাত হানা হয়। এসময় তিনি হামাস অপারেটিভদের সাথে ছিলেন।। আহমেদ সিয়াম রানতিসি হাসপাতালে রোগীসহ আরও ১ হাজার গাজাবাসীকে জিম্মি করেন। ফিলিস্তিনিদের দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া রোধ করার জন্য দায়ী তিনি।

 আইডিএফকে শিন বেট এবং মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট তার অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য দেয়। যেখানে সিয়াম লুকিয়ে ছিলেন গিভাতি ব্রিগেডের সৈন্যরা ফাইটার জেটকে সেখানে দিকনির্দেশনা দেয়।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭