ইনসাইড বাংলাদেশ

র‌্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে ৬ ককটেল উদ্ধার


প্রকাশ: 14/11/2023


Thumbnail

পুরান ঢাকার নবাবপুর রোডে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়ে ঘিরে রাখা বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

গতকাল রাত পৌনে ১২টার পর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছিলেন, নবাবপুর রোডের ওই বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এরপরই র‍্যাবের এক একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, র‌্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাসাদৃশ বস্তু দেখতে পায়। এরপর র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে। ব্যাগের মধ্যে থাকা বোমাসাদৃশ বস্তুগুলো লাল-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দেখা গেছে।

এ ঘটনায় কাউাকে আটক করতে পারেনি র‍্যাব। র‍্যাব বলছে, এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭