ইনসাইড বাংলাদেশ

তফসিল নিয়ে বুধবার বৈঠকে বসবে ইসি


প্রকাশ: 14/11/2023


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার (১৫ নভেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, নভেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।

সাংবাদিকরা তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কমিশন জানিয়েছে নভেম্বর মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। যেহেতু মাসের প্রথমার্ধের আরও কয়েকদিন বাকি আছে, সে পর্যন্ত অপেক্ষা করুন।

এরআগে, গত শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে। 

সে অনুযায়ী চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭