ওয়ার্ল্ড ইনসাইড

এ যুদ্ধের অবসান শুধুমাত্র দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমেই সম্ভব: ঋষি সুনাক


প্রকাশ: 14/11/2023


Thumbnail

বর্তমানে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দশকের পর দশক ধরে যে যুদ্ধাবস্থা চলছে, একমাত্র দ্বিরাষ্ট্র সমাধানই এই অবস্থার উত্তরণ ঘটাতে পারে বলে মনে করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার রাজধানী লন্ডনের লর্ড মেয়র’স ব্যাঙ্কোয়েট হলে দেওয়া এক বক্তব্যে হামাস-ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে নিজ দলের চিন্তাভাবনা তুলে ধরেছেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই ভাবতে পারেন যে ইসরায়েলি বা ইহুদিদের প্রতি ঘৃণাবশত হামাস গত ৭ অক্টোবর হামলা চালিয়েছে, কিন্তু আমার মনে হয় এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কেবলমাত্র ঘৃণার বশবর্তী হয়ে হামাস এই হামলা করেনি।’

তাদের হামলার একটি বড় কারণ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের একাধিক নেতৃস্থানীয় দেশের সঙ্গে মিত্রতা ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। নিজের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য এই মিত্রতা ইসরায়েলের জন্য জরুরিও ছিল।’

কিন্তু এই পদক্ষেপের প্রভাবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে যে সম্প্রতি একটি বড় পরিবর্তন ঘটে গেছে— তা আমরা কেউই লক্ষ্য করিনি; আর সেই পরিবর্তনটি হলো— মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বাড়ছে। ফিলিস্তিনের জন্য স্বাভাবিকভাবেই তা অস্বস্তিকর ও আতঙ্কজনক।’

আমরা মনে করি, ইসরায়েলের অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষা, নিজেদের নিরাপত্তা বৃদ্ধি এবং জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার অধিকার রয়েছে; কিন্তু এখানেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন অনুসরণ করতে হবে।’

আর সেই আইন বলছে, ইসরায়েলকে অবশ্যই গাজায় নিরপরাধ বেসামরিকদের নিহত হওয়া ঠেকাতে হবে, হাসপাতালে হামলা করা থেকে বিরত থাকতে হবে, পশ্চিম তীরে সহিংসতা বন্ধ করতে হবে এবং গাজায় ত্রাণ, চিকিৎসা উপকরণ মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।’

সম্প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ঋষি সুনাক। সোমবারের বক্তব্যে তা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আমাকে বলেছেন যে ফিলিস্তিনের লোকজন কী ভয়াবহ ভোগান্তির মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন প্রচুর বেসামরিক মানুষ সেখানে মারা যাচ্ছেন।’

এখন সেখানে যুদ্ধ চলছে এবং আমরা সাধারণ ফিলিস্তিনিদের জন্য স্থল, জল ও আকাশপথে ত্রাণ সামগ্রীও পাঠাচ্ছি। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়।’

মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে চিরস্থায়ীভাবে সংঘাত অবসানের একমাত্র উপায় দ্বিরাষ্ট্র সমাধান। এটাই একমাত্র পথ— যার মাধ্যমে সেই অঞ্চলের ইতিহাস এবং বসবাসকারী লোকজনের হৃদয়কে স্বীকৃতি ও সম্মান জানানোর মাধ্যমে আমরা স্থায়ীভাবে শান্তির পথে এগোতে পারি।’

একটি নতুন ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের জন্য অপেক্ষা করছে। সেই ভবিষ্যতের চাবি খুলবে দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমেই। তাই আমরা মনে করি, সংঘাতমুক্ত মধ্যপ্রাচ্যের স্বার্থেই দ্বিরাষ্ট্র সমাধান ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়া উচিত।’

সূত্র: আনাদোলু এজেন্সি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭