ওয়ার্ল্ড ইনসাইড

পাঞ্জাবের অমৃতসরে চীনের তৈরি ড্রোন উদ্ধার করেছে বিএসএফ


প্রকাশ: 14/11/2023


Thumbnail

পাঞ্জাবের অমৃতসর জেলার ভারোপাল গ্রামে চিনের তৈরি একটি কোয়াডকপ্টার ড্রোন উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে পাঞ্জাবের অমৃতসরের নেস্তা গ্রাম থেকে আরেকটি ড্রোন উদ্ধার করে বিএসএফ।

বিএসএফের বিবৃতিতে জানায়, দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ পাঞ্জাব পুলিশ ও বিএসএফের তল্লাশি অভিযানের সময় ভরোপাল গ্রাম সংলগ্ন কৃষি ক্ষেত থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়।

গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ বরাবর ৩,৩২৩ কিলোমিটার ভারত-পাকিস্তান সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে থাকা বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটি চীনে তৈরি একটি কোয়াডকপ্টার ডিজেআই মাভিক থ্রি ক্লাসিক ড্রোন।

বিএসএফ জানিয়েছে, "ড্রোনের মাধ্যমে মাদক চোরাচালানের আরও একটি প্রচেষ্টা বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ ব্যর্থ করেছে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭