ইনসাইড গ্রাউন্ড

প্রথম পাওয়ার প্লেতেই বড় স্কোরের আভাস ভারতের


প্রকাশ: 15/11/2023


Thumbnail

গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারত মুখোমুখি হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ওভার থেকেই দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের মারমুখী ব্যাটিংয়ে ভালো শুরুর দারুণ আভাস মেলে।

প্রথম পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ এক উইকেটে ৮৪ রান। ভারত একমাত্র উইকেটটি হারিয়েছে রোহিত শর্মার। অফ সাইডের দিকে বেরিয়ে যাওয়া টিম সাউদির হাফ ভলি ধরনের একটি বল তুলে মারতে যান ভারত অধিনায়ক রোহিত। কিন্তু ঠিকমতো কানেক্ট না হওয়ায় মিড অফে বেশ খানিকটা পিছিয়ে ক্যাচ নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

রোহিত আজকেও হাফ সেঞ্চুরি বঞ্চিত হন। তিনি ২৯ বলে ৪টি চার ও ৪টি ছয়ে করেন ৪৭ রান। ক্রিজে আছে দারুণ ছন্দে থাকা ভিরাট কোহলি ও শুভমান গিল। শুভমান আছেন ২৬ বলে ৩০ রানে আর ভিরাট ৫ বলে ৪ রানে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ১০ ওভার শেষে এক উইকেট হারিয়ে করেছে  ৮৪ রান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭