ইনসাইড পলিটিক্স

তফসিল ঘোষণার পর যা বললেন চরমোনাই পীর


প্রকাশ: 15/11/2023


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় দেশে নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জন আকাঙ্ক্ষার অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগণের সাথে তামাশার শামিল। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, আজকের নির্বাচনী তফসিল দ্বারা দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরও একটি প্রহসনের নির্বাচনের পথে হাটার যে ঘোষণা দিয়েছে তা জনগণ সফল হতে দেবে না।

প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান চরমোনাই পীর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭