ইনসাইড টক

‘বহিষ্কৃত হয়েছি আলহামদুলিল্লাহ’


প্রকাশ: 16/11/2023


Thumbnail

অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব, বিএনপির নির্বাহী কমিটি সদস্য। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় দল থেকে বহিষ্কৃত তিনি। আগামী জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণ এবং বিএনপি থেকে বহিষ্কার সহ বিএনপির রাজনীতি নিয়ে বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপ চারিতা করেন তিনি। পাঠকদের জন্য এখানে চুম্বক অংশ ‍তুলে ধরা হল।

বাংলা ইনসাইডার: আপনাকে যে বিএনপি বহিষ্কার করল এ বহিষ্কারের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি?
খন্দকার আহসান হাবিব: বহিষ্কৃত হয়েছি আলহামদুলিল্লাহ। এতে আমি খুশি হয়েছি। 

বাংলা ইনসাইডার: আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করলেন এখন বিএনপি থেকে বহিষ্কার হওয়াতে কেন আপনি খুশি 
হলেন?
খন্দকার আহসান হাবিব: মূল কথা এখানে (বিএনপি) কোন রাজনৈতিক চর্চা নাই।  

বাংলা ইনসাইডার: রাজনৈতিক  চর্চা নেই বলতে একটু ব্যাখ্যা করবেন?
খন্দকার আহসান হাবিব: এখানে নিয়মতান্ত্রিক কিছু হয় না। যখন যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছে। যার ইচ্ছা সে একটা চিঠি ইস্যু করছে। যদি ধরে নিই আমাকে বহিষ্কার করেছে তবে এটা কোন নিয়ম তান্ত্রিকভাবে হয়নি। আমাদের গঠনতন্ত্রে যেটা আছে সেই আইন অনুযায়ী আমাকে এই ভাবে বহিষ্কার করতে পারেনা । দলে যদি কোন নিয়ম থাকতো তাহলে তো আমাকে আইন অনুযায়ী বহিষ্কার করত। আমাকে শোকজ করত। আমি সে ব্যাখ্যা দিতাম। আর বহিষ্কার করতে হলে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে অনুমোদন হতে হয়। এভাবে বহিষ্কার করা যায় না। 

বাংলা ইনসাইডার: তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে তারেক জিয়ার একক কর্তৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে?
খন্দকার আহসান হাবিব: হ্যাঁ, উনার (তারেক জিয়া) একক কর্তৃত্বেই তো হচ্ছে। 

বাংলা ইনসাইডার:  তার মানে বিএনপির গঠনতন্ত্র কি মূল্যহীন? 
খন্দকার আহসান হাবিব: হ্যাঁ এটার কোন দাম নেই। এখন আর ওইটা (বিএনপির গঠনতন্ত্র ) ঐ অনুযায়ী চলছে না।

বাংলা ইনসাইডার:  এখন আপনি কি করবেন, অনেকে বলে যে আপনারা নির্বাচন করবেন একটা গ্রুপ নির্বাচন করবে এবং নির্বাচনে যাওয়ার ষড়যন্ত্র করছেন এই জন্য তারা বহিষ্কার করেছে এই অভিযোগের জবাবে আপনি কি বলবেন?
খন্দকার আহসান হাবিব: আমি স্বতন্ত্র নির্বাচন তো করতেই পারি। এটা আমার সাংবিধানিক অধিকার। এটা দোষারোপের কিছু নেই তো।

বাংলা ইনসাইডার:  বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করছে, তখন আপনার নির্বাচনের ইচ্ছাটা দলের বিরুদ্ধে অবস্থান না ?
খন্দকার আহসান হাবিব: আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করছি। আমি আর কতদিন পর্যন্ত অপেক্ষা করব। এখন তো আমাকে নির্বাচনমুখী হতেই হবে। নির্বাচন ছাড়া তো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন হওয়ার কোন সুযোগ নাই।

বাংলা ইনসাইডার: আপনি কি মনে করেন যে  আরও অনেক নেতাই এবার নির্বাচনে আসবে, আপনার মতো অনেকেই আসবে?
খন্দকার আহসান হাবিব: সম্ভাবনা অনেক বেশি।

বাংলা ইনসাইডার: নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, সংলাপের কথা বলা হচ্ছে। আপনার অভিমত কি, বাংলাদেশে কি নির্বাচন হওয়া উচিত নাকি নির্বাচন বন্ধ করে একটা অনির্বাচিত সরকার আসা উচিত?
খন্দকার আহসান হাবিব: বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত এবং গণতান্ত্রিক উপায়েই রাষ্ট্রীয় পরিবর্তন হওয়া উচিত। কোন অন্যভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হওয়া উচিত না।

বাংলা ইনসাইডার: তার মানে আপনি কি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অ্যাকসেপ্ট করেন না? 
খন্দকার আহসান হাবিব: যেহেতু আমি একজন অ্যাডভোকেট, আমি সুপ্রিমকোর্টে প্র্যাকটিস করি। যেহেতু এই আইনটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায়ের কারণে। কোর্টের রায়ের কারণে যেহেতু হয়েছে সেহেতু একজন আইনজীবী হিসেবে তো ওটা আমি বলতে পারি না। কারণ আমি কোর্ট অফিসার আর এটা তো রিভিউ ফাইল করে নাই। যদি রিভিউ পেন্ডিং থাকত তাহলেও বলা যেত। কিন্তু এটা যেহেতু একটা কোর্টের রায় হয়েছে সেহেতু আমি এটার সাথে ডিফার করি না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭