ইনসাইড গ্রাউন্ড

ইডেনে বৃষ্টিতে বন্ধ খেলা, দারুণ চাপে দ.আফ্রিকা


প্রকাশ: 16/11/2023


Thumbnail

খেলা বন্ধ হওয়ার আগে কঠিন চাপে দক্ষিণ আফ্রিকা। ১৪ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৪৪ রান। যদিও প্যাট কামিন্সের করা সবশেষ ওভার থেকে তারা নিয়েছে ১২ রান।

ফাইনালে ভারতের সঙ্গী হওয়ার দারুণ আশা নিয়ে ‍দ্বিতীয় সেমিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু, শুরু থেকেই চাপে পড়ে যায় প্রোটিয়া ব্যাটাররা। প্রথম ওভারেই অধিনায়ক বাভুমা শূন্য রানে ফেরেন। এরপর বিরতি দিয়ে এই উইকেট পড়ার ধারা অব্যাহত থাকে।

প্রথম পাওয়ার প্লেতে মাত্র ১৮ রান তোলে ১০ ওভারে। রান তোলার গড় ছিল ১.৮০। অথচ, পুরো টুর্নামেন্টেই কি দূর্দান্তই না খেললো প্রোটিয়ারা। ঠিক সেমিতে এসেই তারা তাদের ভেতরের নার্ভাস রূপটি প্রকাশ্যে আনতে মরিয়া হয়ে ওঠে।

দলীয় ১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। মিচেল স্টার্কের অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করা ডেলিভারি বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা মারেন বাভুমা। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় পেছনে। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন জশ ইংলিস।

 

হেইজেলউডের লেংথ ডেলিভারি বেরিয়ে এসে ছক্কা মারতে চেয়েছিলেন ডি কক। একদমই টাইমিং হয়নি। উঠে যায় বেশ উঁচুতে। বলে চোখ রেখে মিড অন থেকে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে মাথার উপর থেকে চমৎকার ক্যাচ নেন প্যাট কামিন্স। ১৪ বলে কেবল ৩ রান করেন ডি কক।

 

তখন ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৮। ক্রিজে তখন রাসি ফন ডার ডাসেনের সঙ্গী এইডেন মার্করাম।

আগের ওভারে চার হজম করেছিলেন মিচেল স্টার্ক। নতুন ওভারের প্রথম বলে হজম করেছিলেন আরেকটি বাউন্ডারি। তবে মার্করামের সঙ্গে দ্বৈরথে শেষ হাসি হাসলেন বাঁহাতি এই পেসারই। তার বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ধরা পড়লেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটার ২০ বলে দুই চারে করেছেন ১০ রান।

 

১১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২। ক্রিজে রাসি ফন ডার ডাসেনের সঙ্গী হাইনরিখ ক্লসেন।

অনেকটা ফুলার লেংথের বল পা বাড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন ফন ডার ডাসেন। ঠিক মতো খেলতে পারেননি, ব্যাটের কানায় লেগে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়েন। ৩১ বলে ফন ডার ডাসেন করেন ৬ রান।

 

ক্রিজে গিয়ে প্রথম বলেই চার পেয়ে যান ডেভিড মিলার। ব্যাটের কানা ছুঁয়ে দুই স্লিপ ফিল্ডারের মাঝ দিয়ে বল চলে যায় বাউন্ডারিতে।

 

১২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ২৮। ক্রিজে মিলারের সঙ্গী হাইরিখ ক্লসেন। অনেকটা ফুলার লেংথের বল পা বাড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন ফন ডার ডাসেন। ঠিক মতো খেলতে পারেননি, ব্যাটের কানায় লেগে জমে পড়ে স্লিপে, স্টিভেন স্মিথের হাতে। ৩১ বলে ফন ডার ডাসেন করেন ৬ রান।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭