কালার ইনসাইড

চতুর্থ দিনে বক্স অফিসে ধাক্কা খেলো ‘টাইগার-৩’


প্রকাশ: 16/11/2023


Thumbnail

গত ১২ নভেম্বর মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছে সালমান খানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘টাইগার-৩’। ভারতীয় বাজারে মাত্র তিনদিনে প্রায় ১৫০ কোটির উপরে আয় করে ফেলেছিল সিনেমাটি। তবে চতুর্থ দিনে বড়সড় ধাক্কা খেলো বলিউড ভাইজানের এই সিনেমা। বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়েছে ‘টাইগার-৩’। চতুর্থ দিনে মাত্র ২২ কোটির মতো আয় করেছে সিনেমাটি!

দেশের বক্স অফিসে রবিবার ৪৪. কোটি টাকার ব্যবসা করেছিল সালমা-ক্যাটরিনার সিনেমা। দ্বিতীয়দিনে লাফিয়ে বেড়েছিল সেই আয়। দেশজুড়ে ৫৭.৬২ কোটি টাকার টিকিট বিক্রি হয় এই সিনেমার। দুদিনেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেন দাবাং খান। মঙ্গলবার ৪৩.৫০ কোটি টাকার টিকিট বিক্রি হয় এই সিনেমার। কিন্তু বুধবার তৃতীয় দিনের তুলনায় প্রায় ৫০% মে যায় এই সিনেমার আয়

বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই হারে আগালে দেশের বক্স অফিসে ৫০০ কোটির ম্যাজিক ফিগার থেকে লক্ষ যোজন দূরে থাকবে এই সিনেমা। ইন্ডাস্ট্রি ট্র্যাকার ্যাকনিল্কের মতে, মঙ্গলবার ৪৪ কোটি রুপির আয় থেকে বুধবার বক্স অফিসের ২২ কোটি আয়ে নেমে এসেছে সিনেমাটি। চার দিন শেষে ভারতে টাইগারের আয় ১৬৯.১৫ কোটির মতো। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ২৭০.৫৫ কোটি রুপি। 

তবে হঠাৎ করে টাইগারের আয় এতটা নিম্নমুখী হওয়ার মূল কারণ গতকালের ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। বিশ্বকাপের মতো এত বড় মঞ্চের সেমিফাইনালের ম্যাচ ঘিরেই মূলত উন্মাদনা ছিল ভারতবাসীর। আর মুম্বাইয়ে ম্যাচ হওয়ায় অনেক মানুষ মাঠে হাজির ছিল। এমনকি টিভির পর্দা থেকে চোখ নামায়নি কেউই। তাই সিনেমা হলে বেশ বড় রকমের পতনের মুখে পড়ে টাইগার

এদিকে বক্স অফিসে পাঠান-এর সঙ্গে তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন ভাইজান। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনে বিশ্ব বক্স অফিসে মোট ২৪০ কোটি টাকার গ্রস কালেকশন করেছে সালমা-ক্যাটরিনারটাইগার- টাইগার ফ্রাঞ্চাইজি ছবিগুলোর মধ্যে প্রথম তিন দিনে আয়ের নিরিখে এগিয়ে রয়েছে এই কিস্তি। তবে পাঠান-এর সঙ্গে তুলনায় অনেকটাই পিছিয়ে ভাইজান। প্রথম তিনদিনে যশরাজ স্পাই ইউনিভার্সের অপর গুপ্তচর পাঠান বিশ্বব্যাপী ৩১৩ কোটি টাকা আয় করেছিল। ৭৩ কোটির ব্যাবধানে সালমানের চেয়ে এগিয়ে রয়েছে শাহরুখ। চতুর্থ দিনে বিশ্ব বক্স অফিসে ১১৬ কোটি টাকা আয় করেছিল পাঠান, সেই ফিগারের ধারে কাছেও ঘেঁষতে পারছে নাটাইগার- 

বছর কিং খানের দুটি সিনেমাই বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপির আয় অতিক্রম করেছে। তবে সালমান খান এখনো ১০০০ কোটির ক্লাবে নাম লেখাতে পারেননি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হলো বাজরাঙ্গি ভাইজান, যেটি বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি আয় করেছে। 

টাইগার- সঙ্গে বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সালমান। সঙ্গী 'জোয়া' চরিত্রে ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ পাঠান শাহরুখ কবীর হিসেবে হৃতিক রোশনের উপস্থিতি। ২০১২ সালে মুক্তি পেয়েছিল টাইগার ফ্রাঞ্চাইজি প্রথম ছবিএক থা টাইগার যা পরিচালনার দায়িত্বে ছিলেন কবীর খান। পরের পার্টে আলি আব্বাস জাফরের পরিচালনায় তৈরি হয়েছিলটাইগার জিন্দা হ্যায়

সূত্র : স্যাকনিল্ক



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭