ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় পক্ষভুক্ত হতে চায় ৭ দেশ


প্রকাশ: 17/11/2023


Thumbnail

কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রিটেন ও মালদ্বীপ মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যার মামলায় পক্ষভুক্ত হতে আবেদন করেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) আর্ন্তজাতিক বিচার আদালতে (আইসিজে) আবেদন করেছে দেশগুলো। গতকাল আইসিজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদন আইসিজের বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। 

গণহত্যা প্রতিরোধ সংক্রান্ত ১৯৪৮ সালের একটি সনদের কথা উল্লেখ করে দেশগুলো আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি যৌথ ঘোষণা দাখিল করে; যেখানে ওই সনদের উদ্দেশ্য বাস্তবায়নে তাদের অভিন্ন লক্ষ্যের কথা উঠে আসে।  

আইসিজে জানিয়েছে, ‘এসব দেশ ১৯৪৮ সালের গণহত্যার অপরাধ প্রতিরোধ ও সাজাবিষয়ক সনদের স্বাক্ষরকারী হিসেবে এই মামলায় পক্ষভুক্ত হওয়ার অধিকার রাখে। সনদের উদ্দেশ্য বাস্তবায়নের অভিন্ন স্বার্থে তারা এই মামলায় অর্ন্তভুক্ত হওয়ার অধিকার প্রয়োগ করতে চায়।’

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বর্বর আক্রমণ অব্যাহত থাকায়” তাদের গভীর উদ্বেগ থেকে এবং একই সাথে আর্ন্তজাতিক সহযোগিতার মাধ্যমে গণহত্যা প্রতিরোধ ও এই অপরাধে শাস্তিবিধানের অভিপ্রায়ে তারা মামলায় পক্ষভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

জার্মান পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা তানিয়া ফন উসলার এক্স-এ একটি পোস্টে লিখেছেন— আমরা বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টিতে মনোযোগ দিচ্ছি। 

জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বলছে যে মিয়ানমারের ২০১৭ সালের সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কাজ’ অন্তর্ভুক্ত ছিল। মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে জাতিসংঘের বক্তব্যকে ‘পক্ষপাতদুষ্ট ও ত্রুটিপূর্ণ’ বলে দাবি করেছে। তাদের দাবি ওই অভিযান রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো হয় যারা হামলার সঙ্গে জড়িত ছিল।  

২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে অর্ন্তবর্তী আদেশের জন্য আইসিজেতে আবেদন করে। এরপর আদালত শুনানি নিয়ে ২০২০ সালের ২০ জানুয়ারি গণহত্যার ঝুঁকি থেকে রোহিঙ্গাদের রক্ষায় ব্যবস্থা নেওয়াসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিতে অর্ন্তবর্তী আদেশ দেন। সে সময় আদালত গণহত্যার অভিযোগের সব স্বাক্ষ্যপ্রমাণ সংরক্ষণেরও নির্দেশ দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭