ওয়ার্ল্ড ইনসাইড

নিজের ডিপফেক ভিডিও নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ মোদির


প্রকাশ: 17/11/2023


Thumbnail

সম্প্রতি ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ এবং কাজল ডিপফেক ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সামনে আসে যা নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।  নরেন্দ্র মোদি এ ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে মন্তব্য করেছেন।

সম্প্রতি মোদির গরবা গাওয়ার একটি ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসার পর এ বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদি চ্যাটজিপিটি টিমকে ডিপফেক শনাক্ত করতে ও ইন্টারনেটে এই ধরনের ভিডিও প্রচারিত হলে তা নিয়ে সতর্কতা জারি করারও নির্দেশ দিয়েছেন।

শুক্রবার দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপির দিওয়ালি মিলন অনুষ্ঠানে তিনি বলেন,  কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে ডিপফেক ভিডিও তৈরির বিষয়টি ভীষণ উদ্বেগের। এ বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। 

ডিপফেক ভিডিওর কথা উল্লেখ করে মোদি বলেছেন, ‘আমি সম্প্রতি একটি ভিডিও দেখেছি যেটিতে আমাকে একটি গরবা গান গাইতে দেখা গেছে। অনলাইনে এরকম আরও অনেক ভিডিও রয়েছে। সবাইকে এই প্রযুক্তি দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হবে।’


’ 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭